ন্যাশনাল ডক্টরস ফোরাম, গাজীপুরের উদ্যোগে সকাল ৮টি থেকে ১১টা পর্যন্ত মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী, তিনি এই উদ্যোগকে জনকল্যাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
এ সময় শিশু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞগণ প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন, যেখানে সাধারণ রোগ নির্ণয় থেকে শুরু করে প্রয়োজনীয় পরামর্শ, ওষুধ এবং ফলোআপ নির্দেশনা দেওয়া হয়।
পুরো আয়োজন সার্বিকভাবে তত্ত্বাবধান করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম, গাজীপুরের সভাপতি ও শিশু রোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ডা: মোঃ আমজাদ হোসেন খান।
তিনি বলেন মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন ক্যাম্প অব্যাহত থাকবে।