বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে মরহুম আ জ ম ওবায়দুল্লাহ স্মরণে দোয়া ও আলোচনা সভা গত রোববার স্থানীয় দারুল আমান একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের জেলা উপদেষ্টা পরিষদ সদস্য এডভোকেট নজির আহমদ। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সেক্রেটারি আবদুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় সভায় দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, লেখক, সাহিত্যিক আ জ ম ওবায়দুল্লাহর ইন্তিকালে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া জেলা জামায়াতের আমীর মাস্টার মোঃ রুহুল আমিন ভূইয়া, ফেডারেশন সভাপতি প্রফেসর মনির আহমেদের সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আহমদ উল্যাহ নাসিম।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক ফেডারেশন ও ফেডারেশনভুক্ত পরিষদ সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।