পার্বতীপুর সংবাদদাতা : পার্বতীপুরে ধান ব্যবসায়ী ও ফড়িয়াদের বিরুদ্ধে ধান ক্রয়-বিক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রতিমণ ধান ক্রয়ের সময় মাপযোগে বস্তা প্রতি ২ থেকে আড়াই কেজি ধান বেশি নিচ্ছে এমন অভিযোগ করেছেন কৃষকরা। প্রতি বস্তায় অতিরিক্ত ধান বেশি নিয়েই প্রতিদিন ব্যবসায়ীরা ৩ লাখ ১৫ হাজার অতিরিক্ত টাকা লুটে নিচ্ছেন। সরেজমিন তদন্তে এসব তথ্য পাওয়া গেছে। দিনাজপুর জেলার মধ্যে পার্বতীপুর উপজেলা কৃষি প্রধান এবং ধান চাষ সমৃদ্ধ এলাকা হিসাবে প্রসিদ্ধ। এ উপজেলায় ৩২ হাজার হেক্টর জমির মধ্যে শতকরা ৯০ ভাগ জমিতে আমন চাষে সুগন্ধি জিরা ধানের চাষাবাদ হয়। জিরা ধানের দাম বেশি হওয়ায় এই ধানই চাষাবাদ করে থাকেন এলাকার কৃষকরা। কারণ হিসাবে জানা যায় এ ধানের চাহিদা অনেক বেশি লাভও হয় ভালো। এ ব্যাপারে পার্বতীপুর উপজেলার ধান ক্রয়-বিক্রয় ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আফজাল হোসেনের সাথে ওজনে প্রতি বস্তায় ২ থেকে আড়াই কেজি ধান বেশি নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন-আসলে আমরা ধান বেশি নেইনা। বস্তার ওজনের বিপরীতে ১ কেজি অতিরিক্ত ধান নিয়ে থাকি। কৃষকরা প্লাস্টিকের বস্তায় আড়তে ধান নিয়ে যায় এসব বস্তার ওজন ১০০ থেকে ১৫০ গ্রাম ওজন হয়ে থাকে, এমন প্রশ্ন করলে তিনি বলেন-আসলে আমরা কৃষকদের বলেকয়েই ১ থেকে দেড়কেজি ধান বেশি নেই।
গ্রাম-গঞ্জ-শহর
প্রতি বস্তায় ২ কেজি ধান বেশি নেয়ার অভিযোগ কৃষকের
পার্বতীপুরে ধান ব্যবসায়ী ও ফড়িয়াদের বিরুদ্ধে ধান ক্রয়-বিক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।