নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলারয় সিএইচটি সম্প্রীতি জোটের পথসভায়

আহ্বায়কঃ থোয়াইচিং মং চাক বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তির প্রতিষ্ঠা কাজ করে যাচ্ছি। ঐক্যবদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তুলতে আমাদের সবাই মিলে কাজ করতে হবে।পাহাড়ের নানা বর্ণে,ধর্মে মানুষ বসবাস। আমাদের এই অঞ্চলে মানুষ খুবই শান্তি প্রিয়। আঞ্চলিক বিচ্ছিন্ন সংগঠন ইউপিডিএফ,জেএসএস চাঁদাবাজি,অস্ত্র ঝনঝনা ভয় দেখিয়ে আধিপত্যই কর্তৃত্ব করতে চাই। বিচ্ছিন্নবাদী সংগঠন বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ, এই অঞ্চলে জনগোষ্ঠী সবাই বাংলাদেশী নাগরিক। সুতরাং সকল ১৪টি জাতিস্বত্বা মাঝে প্রকৃত শান্তি স্থায়ী সমাধানের জন্য আমাদের সকলেই এগিয়ে আসতে হবে।

এই অঞ্চলের জনগোষ্ঠীকে ডাস্টবিনের ফেলে রাখা হয়েছে রাষ্ট্রের যেকোনো রাজনৈতিক দল সরকার।পাহাড়ের বাঙালি, অ-বাঙালি জনগোষ্ঠী সবাই সমতলে মত পরিবর্তন হতে হবে।

পার্বত্য তিন জেলা সংসদীয় আসন বৃদ্ধিতে আমাদের সকলেই আওয়াজ তুলতে হবে।তখনি পাহাড়ের দূর্গম এলাকা সরকারি বরাদ্দ টাকা সকল জাতিগোষ্ঠী ভোগ করতে পারবে।

শিক্ষা,স্বাস্থ্য, বেকারত্বদূরীকরণ যোগাযোগ ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামে অতি দ্রুত জরুরি।

আমাদের এলাকা সমস্যাগুলো চিহ্নিত করে রাষ্ট্রকে জানান দিতে হবে। মেইনস্ট্রিম মিডিয়া তুলে ধরতে হবে।

অন্যথায় বিকল্প নেই, আমরা যদি জোরালোভাবে দাবি উত্থাপন করতে পারি। অবশ্যই পার্বত্য চট্টগ্রামে সকল সমস্যা বঞ্চনা,অনাস্থা মুছে যাবে।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন পাইশিখই মারমা, মুখপাত্র সিএইচটি সম্প্রীতি জোট পাইমংথুই মারমা প্রেম, সদস্য কেন্দ্রীয় কমিটি, শাহীন আলম সদস্য কেন্দ্রীয় কমিটি, ও মাওলানা জালাল উদ্দিন ফারুকী পরিচালক আল মারকাজুল ইসলামি দারুচ্ছুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা।