গাজীপুর জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আলম হোসেন। সোমবার সন্ধ্যায় গাজীপুর সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি, যেখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও এলজিডি উপপরিচালক আহমদ হোসেনের কাছ থেকে দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণের পরপরই মোহাম্মদ আলম হোসেন জেলা প্রশাসন কার্যালয়ের বিভাগীয় প্রধান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুতাচ্ছেম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহরিয়ার নজির এবং অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) তানিয়া তাবাসসুম।

এর আগে গত ৮ নভেম্বর ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও দায়িত্ব নিতে না নেওয়ার আগেই নানা আলোচনার পর পরিবর্তন আসে। পরবর্তীতে ১৩ নভেম্বর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আলম হোসেন। বিদায়ী জেলা প্রশাসক নাফিসা আরেফিন এরই মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন (বিসিএস নং ১৬১২৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পিএইচডি ডিগ্রিধারী এই কর্মকর্তা যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ময়মনসিংহের বাসিন্দা।

দায়িত্ব গ্রহণের পর নিজের অঙ্গীকার ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, গাজীপুরে একটি স্বচ্ছ, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলা আমার মূল লক্ষ্য। আগামি জাতীয় নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সরকারি সেবার মান যেন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তা নিশ্চিত করতে চাই।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ শিল্পসমৃদ্ধ অঞ্চল ও একটি বড় ভোটারভিত্তিক এলাকা হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই নতুন জেলা প্রশাসকের দায়িত্ব পালনে প্রত্যাশা বেড়ে গেছে জেলার প্রশাসনিক মহল এবং সাধারণ মানুষের।