জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণের লক্ষ্যে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আওতায় এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।
ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক লায়লা
নাসরীন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিকুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম, বেসরকারি সংস্থা পামডো’র প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার, ব্র্যাক জিজেডি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার রাজেশ্বর চন্দ্র বর্মন, স্বাস্থ্যকর্মী সাবিনা ইয়াসমিন, সিএসএ হাবিবা সুলতানা প্রমুখ।
ডায়ালগের মূল উদ্দেশ্য ছিল নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগসমূহ সমন্বয় করা, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং যৌথ উদ্যোগ নির্ধারণ করা।
মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক জিজেডি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার রাজেশ্বর চন্দ্র বর্মন। তিনি ব্র্যাকের নারী ও কন্যা শিশুর সুরক্ষা উদ্যোগ, বিশেষ করে ঠঅডএ (ঠরড়ষবহপব অমধরহংঃ ডড়সবহ ধহফ এরৎষং) ফ্রেমওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা সমাজে সহিংসতা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্যোগ এবং অভিজ্ঞতা তুলে ধরেন। শেষে প্রত্যেকে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে একটি করে ব্যক্তিগত প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানে মোট ২৬ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ১১ জন পুরুষ ও ১৫ জন নারী।