পাবর্তীপুর থেকে রাজশাহীগামী উত্তরা ট্রেন দীর্ঘদিন বন্ধ থাকায় এই ট্রেন লাইনের আশে পাশে গড়ে ওঠা এ অঞ্চলের প্রায় ৫০টি হাট মানুষের যাতায়াত অসুবিধার কারণে অচল হয়ে পড়েছে, ট্রেনটি চালু করার মাধ্যমে এই সব ব্যবসা কেন্দ্র সচল করার দাবি করেছেন এলাকাবাসী। উত্তরা বাঁচাও উত্তরবঙ্গ বাঁচাও পরিষদের ব্যানারে রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম অঞ্চল (রাজশাহী) এর নিকট লিখিত ভাবে জানানো হয়, অবহেলিত এই জনপদে পাবর্তীপুর থেকে রাজশাহীগামী উত্তরা ট্রেন দীর্ঘদিন বন্ধ থাকায় এই ট্রেন লাইনের আশে পাশে গড়ে ওঠা এ অঞ্চলের প্রায় ৫০টি হাট মানুষের যাতায়াত অসুবিধার কারণে অচল হয়ে পড়েছে। এই অঞ্চলে গড়ে ওঠা স্কুল কলেজ মাদরাসা ও হাট বাজারে যাতায়াতের জন্য গরিব মানুষদের একমাত্র বাহন ছিলো উত্তরা ট্রেন। সেটি দীর্ঘদিন বন্ধ থাকায় এই অঞ্চলের মানুষ মহা বিড়ম্বনায় পড়েছে। উত্তরা বাঁচাও উত্তরবঙ্গ বাঁচাও পরিষদেও সভাপতি ড. মোঃ জিয়াউল হক বলেন, এই ট্রেনটি বন্ধ থাকায় এই অঞ্চলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ খেটে খাওয়া মানুষের খুবই দুভোর্গ পোহাতে হচ্ছে। ট্রেনটি চালু করার জন্য তারা অন্য ট্রেন অবরোধ, মানববন্ধন মিছিল মিটিং করলেও অজ্ঞাত কারণে ট্রেনটি চালু করা হচ্ছে না। অবিলম্বে ট্রেনটি চালু করে তিনি এ অঞ্চলের খেটে খাওয়া মানুষের দুভোর্গ লাঘব ও প্রায় বন্ধ হতে যাওয়া ৫০টি হাট চালু করার দাবী জানান।
গ্রাম-গঞ্জ-শহর
উত্তরা ট্রেন চালু করে এ অঞ্চলের অচল হয়ে পড়া ৫০টি হাট সচল করার দাবি
পাবর্তীপুর থেকে রাজশাহীগামী উত্তরা ট্রেন দীর্ঘদিন বন্ধ থাকায় এই ট্রেন লাইনের আশে পাশে গড়ে ওঠা এ অঞ্চলের প্রায় ৫০টি হাট মানুষের যাতায়াত অসুবিধার কারণে অচল হয়ে পড়েছে, ট্রেনটি চালু করার