পাবনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পাবনা পৌর জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাবনা দারুল আমান ট্রাস্টের ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে

পাবনা পৌর জামায়াতের আমীর উপাধাক্ষ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায়, প্রধান আতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান ।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা পৌর জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি মাওলানা শিহাবুল আলম, শিক্ষা বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মাওলানা শফিউল্লাহ প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান ১৯ জুলাই শনিবার সোহরাওয়ার্দি উদ্যানে মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, আমরা তার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি । তিনি যেন সুস্থ হয়ে আবার ইসলামি আন্দোলনের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন।