বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেছেন, আগামীর বাংলাদেশ বির্নিমাণ ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপোষহীনভাবে কাজ করছে। তিনি বলেন, জামায়াত জুলাই হত্যাকান্ডের বিচার, সাংবিধানিক সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমানতালে লড়াই করছে। আমরা কোনোভাবে বিচার ও সংস্কার অসমাপ্ত রেখে আপামর জনতার স্বপ্নকে ধূলিসাৎ করে নির্বাচন চাই না। তবে বিচার, সংস্কার ও নির্বাচন যেন সমানগতিতে এগিয়ে যায় সেই লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করছি।
তিনি মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম ৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সাথে শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, আগামীর নির্বাচন দেশ ও জাতির খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সৎ, দক্ষ ও স্বাধীনতার প্রশ্নে আপোষহীন নেতৃত্বকে বিজয়ী করতে হবে। জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের সাথে যেভাবে শ্রমিক জনতা ঐক্যবদ্ধ লড়াই করে ফ্যাসিস্টের পতন করছে ঠিক একইভাবে আগামী নির্বাচনে শ্রমিকদের লড়াই করতে হবে। আমরা প্রত্যাশা করছি, চট্টগ্রাম ৯ আসনে ডা. একেএম ফজলুর রহমানকে বিজয়ী করে ঘরে ফিরবে এই আসনের সর্বস্তরের শ্রমিক জনতা।
জামায়াত মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক বলেন, আমাদের সংবিধানে প্রতিটি নাগরিকের সমান অধিকারের কথা বলেছে। মৌলিক মানবাধিকার কথা বলেছে। কিন্তু বাস্তবে আমরা তা প্রতক্ষ্য করি না। আমরা প্রতিটা মানুষের মৌলিক অধিকার, মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে চাই। আমি সকল মানুষকে একই চোখে দেখতে চাই। ধনী ও গরিবের মাঝে বিভেদ করতে চাই না। এমন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমার কাছে সমান গুরুত্ব পাবে।
সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য সততা ও দক্ষতার বিকল্প নেই। দেশপ্রেম ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে আপোষহীন নেতৃত্ব নির্বাচিত করতে হবে। আমরা বিশ্বাস করি, এই আসনে যারা প্রার্থী হবেন, আমাদের ডা. ফজলু ভাই যোগ্যতা দক্ষতা ও সততার প্রশ্নে সবার সেরা প্রার্থী। এমন একজন প্রার্থীকে নির্বাচিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দকে পুরো ময়দান চষে বেড়াতে হবে। প্রতিটি দুয়ারে দুয়ারে ডা. ফজলু ভাইয়ের চিন্তা চেতনা ও কর্মের ফিরিস্তি তুলে ধরতে হবে। আশাকরি, আগামীর নির্বাচন মার্কা দেখে নয়, প্রার্থী দেখে হবে। এবং সেই নির্বাচনে ডা. ফজলু ভাই বিজয়ী হবেন, ইনশাআল্লাহ।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম-এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক। এতে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তৌহিদুল ইসলাম, ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর আইন সম্পাদক সাব্বির আহমদ উসমানী,সহ প্রচার সম্পাদক আব্দুর রহিম মানিক,শ্রমিক কল্যাণ বাকলিয়া থানা সভাপতি আজিজুল হক, চকবাজার থানা সভাপতি আনোয়ার হোসেন, ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসেন জিহাদ, সিএনজি অটোরিকশা সেক্টরের সভাপতি বশির আহমদ, হালকামোটরযান এর সভাপতি কামাল উদ্দিন সহ ৯ সংসদীয় এলাকার নেতৃবৃন্দ।