তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : জুলাই পুনর্জারণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ শেষে সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ভার্চুয়ালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
শপথ পাঠ শেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের আমীর সাকলাইন হোসেন, পৌর জামায়াতের আমীর কাওছার হাবিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আলমাহমুদ, নীরব প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে লাখ কন্ঠে শপথ পাঠের মাধ্যমে আমরা একসাথে দারিদ্র মুক্ত, সহিংসতা মুক্ত মানবিক ও সাম্যের দেশ গড়ে তুলবো। যেখানে নারী ও শিশু নির্যাতন দূর করে শহর-গ্রামে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।