বগুড়া শহর যুবলীগ নেতা ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।’ তিনি আরও বলেন, মতিনের নামে ১০ বছরের সাজা ও গ্রেফতারি পরোয়ানাসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ১০টি মামলা রয়েছে। রোববার আব্দুল মতিন সরকারকে বগুড়ায় এনে আদালতে পাঠানো হয়। বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, গত ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের শহরের স্টেশন রোডে সেলিম হোসেনকে কুপিয়ে হত্যা মামলায় তাকে আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার বেলা ৩টায় তাকে জেলা ডিবি কার্যালয় থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মেহেদী হাসান তার রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল মতিন সরকারকে আদালতে নেয়ার সময় আদালতের আসে পাশে থাকা সাধারণ জনতা তার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তাকে পরিবহনকৃত গাড়িতে ডিম নিক্ষেপ শুরু করে।