রিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয়েছে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন বরিশাল মহানগর এর মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠান। বুধবার ৫ মার্চ ২০২৫ সকাল ১০টায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মো. মামুন উর রশিদ। উক্ত প্রোগ্রামে জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বরিশালের উপপরিচালক গৌতম বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল এর নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাব'র সভাপতি আমিনুল ইসলাম খসরু।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন বরিশাল মহানগর চেয়ারম্যান রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রোগ্রাম এ আরও উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর সাবেক বরিশাল মহানগর চেয়ারম্যান নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এম. এ. জলিল সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন বরিশাল মহানগর এর ভাইস চেয়ারম্যান নেয়ামুল হাসানসহ অন্যান্য মেহমানবৃন্দ। অনুষ্ঠানে ১ম স্থান অধিকারীকে একটি ল্যাপটপ, ২য় ও ৩য় স্থান অধিকারীকে একটি করে ট্যাবসহ অন্যান্য সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট , সার্টিফিকেট ও বৃত্তি বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।