নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় মাদক কারবারিরা নতুন মোড়কে ইয়াবা, গাঁজা, চুলাইমদসহ নানাজাতীয় মাদক অবাধে বিক্রি করে যাচ্ছে। গত ২১ আগস্ট দুপুরে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়ার হাওর দিয়ে গাজা পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে নিকলী থানার পুলিশ। গ্রেফতার কৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার আলিম চর গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আরিফ (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আপকার পাড়া গ্রামের মৃত দুলালের ছেলে ইউসুফ (৩৮)একই জেলার বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে হিরণ (৩৫) নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন এ সংবাদদাতাকে বলেন, এ ৩ মাদক কারবারিকে বেলা প্রায় ৪টার দিকে পুলিশের একটি টিম এদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রাতে মাদক কারবারিদের জিজ্ঞাসা বাদ করা হবে এদের স্থানীয় লোকজন কারা কারা জড়িত আছে। কাউকে ছাড় দেয়া হবে না।
গ্রাম-গঞ্জ-শহর
নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ আটক ৩
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় মাদক কারবারিরা নতুন