ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির এক নজরে কুরআন বই নকল করে বাজারে বিক্রির অভিযোগ তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গতকাল মঙ্গলবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন।
আদালতের বেঞ্চ সহকারী নাজমুল ইসলাম তালুকদার জানান, প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে।
আদেশে বলা হয়, মিজানুর রহমান আজহারির এক নজরে কুরআন বইটি নকল করে বাইতুল মোকররম, পুরানা পল্টন, মিরপুরসহ বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে বলে সংবাদে প্রকাশ করা হয়। পুরানা পল্টনের বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের বিরুদ্ধে বই নকলের অভিযোগ প্রতিবেদনে তোলা হলেও প্রতিষ্ঠানটি তা অস্বীকার করেছে।
প্রতিবেদনটি পর্যালোচনা করে বইয়ের প্রকাশক সত্যায়ন পাবলিশার্স থেকে তথ্য সংগ্রহসহ বিস্তারিত তদন্ত করার জন্য ডিএমপির ডিবিকে নির্দেশ দেওয়ার কথা আদেশে বলা হয়েছে।