গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : শান্তা আকতার মনি সাত বছরের একমাত্র ছেলেকে মাদরাসায় রেখে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে।
শরিকল গ্রামের কাঞ্চন শরীফের ছেলে দুবাই প্রবাসী মিরাজ শরীফের সাথে একই গ্রামের সিরাজ শরিফের মেয়ে শান্তা আকতার মনির সাথে নয় বছর পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয়।দুই বছর পরে তাদের একটি ছেলে সন্তান হয়। দীর্ঘ ১৬ বছর ধরে কর্মের সুবাধে দুবাইতে থাকেন মিরাজ।
তিনি জানান, চলতি বছরের ৯ জুন তিনি ছুটিতে বাড়িতে এসে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে তার স্ত্রী শান্তা আক্তার মনির মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলামের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে।
মিরাজ শরীফ বলেন, গত ৭ আগস্ট সকালে সরিকল বন্দরের মাদরা সায় অধ্যায়নরত ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয় শান্তা। এরপর দীর্ঘসময়ে সে (শান্তা) বাড়িতে না ফেরায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি। ওইদিন দুপুরে শান্তা তার বাবা সিরাজ শরীফকে ফোন দিয়ে জানায় সে মুন্সীগঞ্জে আরিফুলের কাছে রয়েছে। তাকে যেন খোঁজাখুজি করা না হয়।
মিরাজ জানান, তল্লাশী চালিয়ে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোন পাওয়া যায়নি। এ ঘটনায় প্রবাসী মিরাজ শরীফ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।