তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কড়িকান্দি ইউনিয়নে নির্বাচনী সমাবেশ করেছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে ইউনিয়নের বন্দরামপুর গ্রামের পূর্ব-পাড়া জামে মসজিদ মাঠে ৪ ও ৫নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক হাজী মোহাম্মদ রাজা মিয়া বেপারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মো. সালাউদ্দিন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো.ছবির হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.মোশারফ হোসেন মুন্সী,কড়িকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক ওসমান গনি,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা তোফাজ্জল হোসেন,৪নং ওয়ার্ড সভাপতি ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন,৫নং ওয়ার্ড সভাপতি ডেন্টিস্ট নাজমুল হাসান,এবং কড়িকান্দি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মো. শাহ আলম মেম্বার। এ ছাড়া বন্দরামপুর গ্রামের হাজী মনিরুল ইসলাম, মেহেদী হাসান হোসেন মাস্টার, এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।