চট্টগ্রামের কর্ণফুলীতে নিয়মিত অভিযানের সময় ট্রাফিক পুলিশের ওপর সিএনজিচালিত অটোরিকশার চালকদের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামÑকক্সবাজার মহাসড়কের মইজ্জারটেকসংলগ্ন স্থানে দুই সার্জেন্ট ও পাঁচ কনস্টেবল নিয়ে ট্রাফিক পুলিশ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের একপর্যায়ে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাকে থামিয়ে প্রক্রিয়া শুরু করলে হঠাৎ ১০Ñ১৫ জন চালক একত্র হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হাতাহাতিতে সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন।
এ বিষয়ে সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার জানান, “উল্টো পথে আসা নম্বরবিহীন সিএনজি আটক করতেই আশপাশের চালকরা আমাদের ওপর চড়াও হয়। নিয়মিত অভিযানে বাধা সৃষ্টির জন্য অবশ্যই মামলা হবে।”
অন্যদিকে কর্ণফুলী থানার উপপরিদর্শক আকাশ মাহমুদ বলেন, “ঘটনার পর এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” পুলিশ জানিয়েছে, অবৈধ, নম্বরবিহীন ও উল্টো পথে চলাচলকারী অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।