গাজীপুর মহানগর সংবাদদাতা
গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য আবু সাঈদ মুহাম্মদ ফারুকের মমতাময়ী শাশুড়ি মোসাম্মত জেবুন্নসা গত ২০ জানুয়ারি বয়স্ক ও বিভিন্ন রোগাক্রান্তে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমা জেবুন্নেসা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া নিবাসী মরহুম সৈয়দ মোঃ নজরুল ইসলামের সহধর্মিণী। মৃত্যুর সময় মরহুমার বয়স হয়েছিল ৭৬ বছর। মরহুমা ৫ পুত্র ৪ কন্যা, জামাতা, পুত্র বধু নাতি নাতনিসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমাকে টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদরাসা মাঠে জানাযা শেষে শালিক চূড়া সামাজিক কবরস্থানে ২০ জানুয়ারি রাতে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক বার্তা দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন, কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ খায়রুল হাসান, কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলীসহ গাজীপুর মহানগর জামায়াত নেতৃবৃন্দ।