ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয় ভাদুঘড় আল-হেরা কমপ্লেক্সে দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী আমির মাওলানা মো. মোবারক হোসাইনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়।

এতে জেলার প্রতিটি উপজেলা থেকে আগত উপজেলা আমির, উপজেলা সেক্রেটারি, উপজেলা নায়েবে আমির এবং উপজেলা সহকারী সেক্রেটারিরা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের টিম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠন মজবুত ও সম্প্রসারণে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, "সংগঠনকে শক্তিশালী করতে লিডারশিপের জ্ঞান, আধুনিক বিজ্ঞান ও সমসাময়িক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি প্রতিটি পাড়া-মহল্লায় দাওয়াতি ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনকে মজবুত করতে হবে।”

দিনব্যাপী এই লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং দায়িত্বশীলদের মাঝে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম।

তিনি ‘পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দায়িত্বশীলদের ভূমিকা’ বিষয়ক আলোচনা পেশ করেন।সংস্করণও বানিয়ে দিতে পারি। জানাবেন?