দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী, দৌলতপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ইউপি সদস্য সহ ৭জন গ্রেফতার হয়েছে। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর ও চরসাদীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, গান পাউডার ও মাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোররাতে সেনাবাহিনী ও দৌলতপুর থানা পুলিশ চরসাদীপুর এলাকায় যৌথ অভিযান চালায়। এসময় ময়েজ উদ্দিনের ছেলে রেন্টু (৩০), ছেন্টু (৩৩), মানিক (২২) ও নিয়াত সরকারের ছেলে মইনুদ্দিন (৪৫) এবং হাবিল খাঁ’র ছেলে হানিফ খাঁ (৫০) ও তার ছেলে সজল (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১টি দা, ১টি চাপতি, ১টি খেলনা পিস্তল, ২০০ গ্রাম গান পাউডার, ৪১০পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল।

অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম ওরফে আন্টু মেম্বর (৫৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে। আন্টু মেম্বরকে অপরেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করা হয়েছে বলে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা নিশ্চিত করেছেন।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা আরো জানান, বাংলাদেশ সেনা বাহিনীর কুষ্টিয়া ক্যাম্প ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর এলাকা থেকে দেশীয় অস্ত্র, গান পাউডার ও মাদক সহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পরে গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।