ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা: বঙ্গোপসাগরে বিদেশী জাহাজের ধাক্কায় ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সম্প্রতি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরের দিন রাত ১০টার দিকে গভীর সমুদ্রে ভেসে থাকা ট্রলারের ১৩ জন জেলেকে আরেকটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন। তিনি জানান, উদ্ধার হওয়া জেলেদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন। উদ্ধার হওয়া সবাই ইন্দুরকানী উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা।

ট্রলার মালিক হেলাল মৃধা জানান, শুক্রবার সকালে মাঝি শাহাজাহান হাওলাদারের নেতৃত্বে ১৩ জন জেলে নিয়ে ট্রলারটি ডুবলার চর এলাকায় যায়। সোমবার বিকালে সেখান থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেলতে গেলে হঠাৎ একটি বিদেশি জাহাজ এসে ট্রলারটিকে ধাক্কা দেয়। জাহাজের আঘাতে ট্রলারটি উল্টে যায় ও ডুবে যায়। তখন ট্রলারে থাকা জেলেরা বাঁশ ও ফ্লোট (ভাসমান বস্তু) ব্যবহার করে ভেসে থাকতে সক্ষম হন। প্রায় এক দিন পরে মঙ্গলবার রাতে আরেকটি ট্রলার তাদের উদ্ধার করে।

উপজেলক মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন আরও জানান, ট্রলারডুবির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।