গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৮ নভেম্বর) জিএমপি সদর দপ্তরে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান।

সভায় পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন কমিশনার মহোদয়। একই সঙ্গে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যার কথা শোনার পর তিনি সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

বক্তব্যে তিনি বলেন, ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতের পাশাপাশি জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদানের ক্ষেত্রেও জিএমপির সকল সদস্যকে দায়িত্বশীল হতে হবে। তিনি আরও উল্লেখ করেন, পুলিশ জনতার সম্পৃক্ততার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ), মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা, অন্যান্য উপ-পুলিশ কমিশনারবৃন্দ, এবং গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।