বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আল কুরআনই মুক্তির সোপান। গোটা সৃষ্টি যদি সঠিক ভাবে চলতে হয়, গোটা মানবজাতি যদি সঠিকভাবে চলতে হয়, তাহলে আমাদেরকে কুরআনের তালিমে চলতে হবে। না হলে শান্তি পাওয়া যাবে না। মানুষের সৃষ্টির কোন অর্থ হয়না। সেইজন্য মানুষের সৃষ্টি কে যদি অর্থবহ করতে হয়, মানুষের ভাষা, জ্ঞান, মানুষের যোগ্যতা, দক্ষতা অর্থবহ করতে হয়, তাহলে আমাদেরকে কুরআনের রঙে রঙ্গিন করতে হবে।

বুধবার রাতে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে ইন্টারন্যাশনাল হুসনে কেরাত সংস্থা বাংলাদেশের উদ্যােগে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলনে বক্তব্য প্রধানকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম পটিয়া আল জামিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আবু তাহের নদভী সভাপতিত্বে উক্ত কেরাত সম্মেলনে কুরআনে কারীম থেকে তিলাওয়াত করেন, শায়খ ক্বারী ঈদী শাবান- তানজানিয়া, শায়খ ক্বারী জাওয়াদ হোসাইনী-ইরান, শায়খ ড. ক্বারী সালাহ মুহাম্মদ সোলায়মান-মিশর, শায়খ ক্বারী মুহাম্মদ সোলায়মান শিহাব-মিশর, শায়খ ক্বারী মুফতি শিহাব উদ্দিন-পাকিস্তান, শায়খ ক্বারী মানজুর বিন মোস্তফা-বাংলাদেশ, শায়খ ক্বারী আব্বাস উদ্দিন- বাংলাদেশ প্রমুখ।