নারায়নগঞ্জ সংবাদদাতা : সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লাকি আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শিমরাইল মোড় এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার রুবেল মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, গৃহবধূ তার স্বামী কাজের জন্য বিভিন্নস্থানে যাতায়াতের করায় নিহত লাকি নিরব নামে প্রতিবেশী এক যুবকের সাথে পরকীয়া সম্পর্ক জড়িয়ে পড়ে এবং বাসায় তার যাতায়াতও ছিল। নিরব তার বাসায় ছিল। সকালে ঘরের ভেতরে নিহতের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।
এদিকে, ডিএনডি লেক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, গৃহবধূ লাকি আক্তারের সাথে নিরব নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল এবং বাসাও যাতায়াত করতো। ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমিকই এ হত্যার সাথে জড়িত। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে এবং ডিএনডি লেক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে মর্গে পাঠানো হয়েছে।
সাদুল্লাপুর (গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে চায়ের দোকানে বাকী টাকা চাওয়াকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় নারীসহ দু’জন গুলীবিদ্ধ হয়েছেন।
আহতরা হলেন ইদিলপুর ইউনিয়নের চকদারিয়া গ্রামের মজিদ মিয়ার স্ত্রী মোছা. সেলিনা আক্তার (৪২) ও একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ওয়াসিম (১৭)। তারা বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিদ্দিক মিয়ার চায়ের দোকানে ইদিলপুর ইউনিয়নের চকদারিয়া গ্রামের মৃত তোয়েজ মিয়ার ছেলে গোলাপ (৩০) খাজা ও চা খেয়ে বের হওয়ার সময় দোকানের বাকী টাকা চান ওয়াসিম। গোলাপ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে গোলাপ বাড়ি গিয়ে পিস্তল এনে ওয়াসিমকে গুলী করে। ফেরার পথে ওয়াসিমের ভাবী সেলিনা আক্তার বাধা দিলে তাকেও গুলী করা হয়।
গুলীর শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃষ্টি ও হামলাকারীর হাতে অস্ত্র থাকায় কেউ এগিয়ে আসেনি। পরে গোলাপ ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এলাকাবাসীর অভিযোগ, গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি স্মৃতির পালকপুত্র গোলাপ এলাকায় চিহ্নিত বখাটে ও নানা অপরাধে জড়িত। পূর্বে চুরির অভিযোগে সে জেল খেটেছে এবং নেশাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “ দোকানের বাকী টাকা চাওয়াকে কেন্দ্র করে গুলীবর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত গোলাপকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত তিনজনসহ মোট নয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দোহালিয়া গ্রামের আজিজুর রহমান, সৎপুর গ্রামের মো. আব্দুল কাহির, কাঠালতলী গ্রামের আতাউর রহমান, ছোটলেখা দক্ষিণভাগের ইকবাল হোসেন, পূর্বদোহালিয়া গ্রামের আজিত আহমদ ও তাঁর স্ত্রী আয়রুন নেছা, একই এলাকার সুমন মিয়া, বিওছি কেছরীগুল (মধ্য ডিমাই) গ্রামের জুয়েল আহমদ ও জুবের আহমদ। গ্রেপ্তারদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত, মো. আব্দুল কাহির পাঁচ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং আতাউর রহমান তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারদের মধ্যে তিনজন কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত এবং বাকি ছয়জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চৌগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের চৌগাছায় শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় ১৩ দিন পর মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি উপজেলার সুখপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ওই গ্রামের ওমর আলীর ছেলে সফিরউদ্দীন (৪০) ও বজলুর রশিদের ছেলে বাবলু (৩৫)।
ভুক্তভোগীর ভাই জানান, তার বোন শারীরিকভাবে প্রতিবন্ধী এবং দেড় বছরের একটি সন্তানের মা। ঘটনার দিন সকালে বাবলু এসে জানায়, ভুক্তভোগীর স্বামী কলা ও আমড়া কিনে সফিরউদ্দীনের বাড়িতে রেখে গেছেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর বাবলু আবারও এসে একই কথা বলে। তার কথায় বিশ্বাস করে দেড় বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে তরকারি আনার জন্য সফিরউদ্দীনের বাড়িতে যান ওই নারী।
বাড়িতে গেলে সফিরউদ্দীন তাকে ঘরের ভেতর যেতে বলেন। এ সময় শিশুটি কান্নাকাটি করলে বাবলু তাকে পেয়ারা দেয়। এরপর সুযোগ বুঝে সফিরউদ্দীন জোরপূর্বক নারীকে ঘরের ভেতর টেনে নিয়ে যায় এবং বাবলুর সহায়তায় ধর্ষণ করে। এ সময় তাকে মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়।
ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ির হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুনব বড়ুয়া এবং রতন কান্তি চৌধুরীর উপর রাশেদুল আবেদীন মাহমুদ (রাশেদ চৌধুরী) কর্তৃক হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১৩ আগস্ট ২০২৫ ইং) বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,“শিক্ষকদের উপর হামলা মানে শিক্ষা ব্যবস্থার উপর হামলা। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।”
মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ুইবাড়ি ও পীর কাশিমপুর গ্রাম এখন প্রায় পুরুষশূন্য। সম্প্রতি গণপিটুনিতে তিনজন মৃত্যুর ঘটনায় করা মামলার জেরে গ্রেফতার আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন ওই দুই গ্রামের পুরুষেরা। এর ফলে, ওই দুই গ্রামে চুরি, ছিনতাই এবং ডাকাতির ভয় বাড়ছে বলে জানিয়েছেন নারীরা। গ্রামের নারী এবং শিশুরা অবিলম্বে এই পরিস্থিতির সমাধান চায়। তারা চায়, পুরুষেরা নিরাপদে গ্রামে ফিরে আসুক এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক হোক।
খোঁজ নিয়ে জানা যায়, জনরোষের শিকার হয়ে গণপিটুনিতে এক ছেলে ও এক মেয়েসহ নিহত হন কড়ুইবাড়ি গ্রামের মাদক কারবারি রুবি আক্তার। নিহতের পর রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৩ জনকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৯ জনকে গ্রেফতারপূর্বক তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্টতার অভিযোগে ২৫ নম্বর আসামি সাবেক চেয়ারম্যান শাহআলমকে আটক করে ডিবি পুলিশ। ঘটনার পর থেকে কড়ুইবাড়ি ও পীর কাশিমপুর গ্রাম গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে।
শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেনের অপসরনের দাবিতে পরিসদে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে সম্প্রতি শার্শার কায়বা ইউনিয়ন পরিষদে। যে কারনে পরিষদের কার্যক্রম স্তবির হয়ে পড়েছে। এ ঘটনায় সত্যতা জানতে বুধবার সকালে শার্শা থানা পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
সূত্রে জানা গেছে, শার্শা উপজেলা আওয়ামীলীগের দোসর ,দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে চেয়ারম্যান আলতাফ হোসেনকে অবিলম্বে অপসরনের দাবিতে এলাকার বিক্ষুব্ধ জনতা পরিসদে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
সূত্রে জানাগেছে, গত ২০২১ সালের ২৮ নবেম্বর ইউনিয়ন পরিসদের নির্বাচনে বেনাপোলের সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের সমর্থন নিয়ে ৭ নং কাংবা ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান নির্বাচিত হন আলতাফ হোসেন। এরপর গত ২০২৪ সালের জুলাই বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা সরকোরের পতনের পর গত ১ বছর ধরে বিভিন্ন কৌশলে বিএনপি’র একটি সুবিধাবাদী গ্রুপকে ম্যানেজ করে বহালতবিয়তে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। যে কারনে এলাকার সাধারন মানুষ তার কর্মকান্ডে সন্দেহ হলে মঙ্গলবার সকালে তার অপসারনের জন্য পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তার অপনারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় দুই দিনে পৃথকভাবে ৫ টি স্থানে চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্মার্ট ফোন, স্বর্ণালঙ্কার ও মালামালসহ টাকার অংকে প্রায় তিন লাখ টাকা খোয়া গেছে বলে জানা গেছে।
উপজেলার জামনগর ইউনিয়নে বুধবার সকালে শহিদুল ইসলাম এবং গত মঙ্গলবার দুপুরে কৈপুকুরিয়া গ্রামের আরমান হোসেন, রাতে কুটিঘোষ পাড়া গ্রামের নয়ন আলী, ঘোষ পাড়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে এবং তমালতলা বাজারে বাদশা আলীর দোকান “ভাই-ভাই স্টোর” এ চুরি হয়।
স্থানীয়রা জানায়, শহিদুল ইসলামের বাড়িতে কেউ না থাকায় প্রাচীর টোপকে ঘরের তালা কেটে নগদ দেড় লাখ টাকা চুরি করে। আরমান হোসেনের বাড়িতেও কেউ না থাকায় দরজার তালা ভেঙে সোনার গহনা, নয়ন আলীর বাড়িতে রাতে ঘরে ঢুকে আলমারির ভেতরে থাকা সোনা ও রূপার গহনা, আব্দুস সালামের বাড়ি থেকে স্মার্ট ফোন এবং মেয়ের নুপুর, এবং তমালতলা বাজারে বাদশা আলীর “ভাই-ভাই স্টোর” থেকে ১ লাখ টাকা ও কিছু মালামাল চুরি হয়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আকতারী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভি (৩৫) কে কুপিয়ে ও গুলী করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত ১৩ আগস্ট।
স্থানীয় সূত্রে জানা যায়, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি কয়েকদিন পর পর এলাকায় আসতেন। এছাড়া অভি মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান। ঘটনার ৪-৫ দিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজী (৩৫) এর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঈদগাঁও, কক্সবাজার : ঈদগাঁও থানা পুলিশের অভিযানে বন্ধুকসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ইসলামপুর চাক্কার দোকান এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়। এসময় দেশীয় তৈরি এক নলা ১টি বন্ধুক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন চকরিয়া খুটাখালী এলাকার জাফর আলমের ছেলে সেলিম(৩৫), ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়া পাড়া এলাকার আনোয়ারের ছেলে জামশেদ (২০)।।
আইন শৃঙ্খলা কমিটির সভা
গাইবান্ধা সংবাদদাতা: গোবিন্দগঞ্জে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা সম্প্রতি সকালে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর ও গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
আরো উপস্থিত ছিলেন জনাব নুরুন্নবী প্রধান-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন -গাইবান্ধা জেলা, মাস্টার আবুল হোসেন সরকার -আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, মাওলানা আবুল কালাম আজাদ- সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, শওকত জামান -সেক্রেটারি গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব।
পাংশা (রাজবাড়ী) : পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা-এর সভাপতিত্বে সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা প্রমুখ।