ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহ- ২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি থেকে বহিস্কৃত শাহ্ শহীদ সারোয়ার রোববার ময়মনসিংহ ৬নং আমলি আদালতে হাজির হয়ে একটি নাশকতার মামলায় জামিন আবেদন করলে বিচারক আকিব মাহমুদ নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিষয়টি তার আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান সুজন নিশ্চিত করেছেন।
শাহ্ শহীদ সারোয়ার ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে বিএনপির মনোয়ন পেয়ে আসছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার হন।
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামের মোঃ আবু সাদারের পুত্র আমীর হোসেন (৩১) গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের ২০ জুলাই ফুলপুরে গুলীবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় তিনি বাদি হয়ে সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ারসহ ১৫০ জনের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে গত ২৪ জুন একটি মামলা দায়ের করেন। এ মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।