বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
বৈঠকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান রবের দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে তাদের আশু আরোগ্যের জন্য সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানানো হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য সমাবেশসমূহ সফল করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। এছাড়া আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
গভীর রাতে কড়াইল বস্তিতে আমীরে জামায়াত : মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির বিষয়ে অবহিত হন। আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর মেডিকেল থানা সভাপতি ও ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, আজকের আগুনে মুহূর্তের মধ্যে অসংখ্য নি¤œআয়ের মানুষের বসতঘর, জীবিকা ও সামান্য সঞ্চয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলো নিঃস্ব হয়ে এখন কঠিন মানবিক সংকটের মুখোমুখি। প্রাণহানি না ঘটলেও এত বিপুলসংখ্যক মানুষের মাথা গোঁজার ঠাঁই হারানো একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত মানুষের কান্না, আতঙ্ক ও অনিশ্চয়তার এই দৃশ্য আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।
আমীরে জামায়াত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে দুটি করে কম্বল ও কিছু খাদ্যসামগ্রী বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা তাদের পাশে থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সচেষ্ট হব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মূলত সরকারেরই উচিত বিভিন্ন দুর্যোগ বা দুর্ঘটনায় তাৎক্ষণিক সাহায্য-সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। জরুরি ভিত্তিতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত সকলকে নিরাপদ আশ্রয়, খাদ্য, পানি, চিকিৎসা, কাপড়, পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা এখন অত্যাবশ্যক। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার, বিভিন্ন এনজিও, সাহায্যকারী সংস্থা ও সমাজের বিত্তবানরা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসবে।
বস্তিবাসীরা সাধারণত নি¤œআয়ের শ্রমজীবী মানুষ-এ কথা উল্লেখ করে আমীরে জামায়াত বলেন, সরকারের খতিয়ে দেখা উচিত-এ রকম জনবহুল এলাকায় কেন বারবার অগ্নিকা- ঘটছে এবং এর মধ্যে কোনো নাশকতা বা সাবোটাজের উপাদান রয়েছে কিনা। তিনি অগ্নিকা-ের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এদেিক জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম, বর্ণ, গোত্র, নারী; পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা বিধান পূর্বক জাতিকে এক ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাত ৮.০০ টায় মিরপুরের রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের পেশাজীবি পেশাজীবী পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার্স ফোরাম ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। উপস্থিত ছিলেন পেশাজীবী জোনের সহকারী পরিচালক জিয়াউল হাসান, কাফরুল জোনের সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ, ঢাকা-১৫ আসনের সদস্য সচিব ও মিরপুর পূর্ব থানার আমীর শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমীর আনোয়ারুল করিম, মেডিকেল টেকনোলজিস্ট থানার আমীর সোহেল রানা, সাহিত্য-সংস্কৃতি থানার আমীর আবেদুর রহমান, শিবিরের ঢাকা মহানগরী পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমীর আতিক হাসান রায়হান, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর কামাল উদ্দিন, ব্যবসায়ী বিভাগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ ইসমাঈল, ডা. হাসানুল বান্না, জসিম উদ্দিন, হাফেজ আশিকুর রহমান, আবু নাহিদ ও মুফতি মাসুদুর রহমান প্রমুখ।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে নারী-পুরুষ নির্বিশেষে সকলে তাদের যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী জাতীয় দায়িত্ব পালন করার সুযোগ লাভ করবেন। নারীদের ঘরে ও কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা হবে। জোর করে কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া হবে না বরং প্রত্যেক নাগরিকই তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার ভোগের নিশ্চয়তা পাবেন। মূলত, আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজী ও অবক্ষয় থাকবে না বরং আমরা ক্ষুধা, দারিদ্র এক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। তিনি সে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে দাড়িপাল্লার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, স্বাধীনতা লাভের ৫৪ বছর পূর্ণ হলেও অবক্ষয় ও নৈতিক মূল্যবোধের অভাবে দেশকে ভালোভাবে গড়ে তোলা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় এসেছেন, তারা জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছেন। কিন্তু আমরা নির্বাচিত হলে দেশের শিক্ষাব্যবস্থা ও ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো হবে, যেখানে পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী সবার কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। জন্মের পর সকল শিশুকে সঠিক চিকিৎসা ও ভালো শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা নির্বাচিত হলে অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবো এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করবো। দুর্নীতিকে মাটিতে শূণ্যের কোটায় নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।
আমীরে জামায়াত ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যা উল্লেখ করে বলেন, আমরা নির্বাচিত হলে এ এলাকায় সন্ত্রাসের কালো ছায়া দূর করবো এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ড্রেনগুলো পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। যুবসমাজের উদ্দেশে ডা. শফিক বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা তোমাদের দক্ষ ও যোগ্যতর হিসেবে গড়ে তুলতে চাই এবং তোমাদের নিয়েই সুন্দর দেশ গঠনের স্বপ্ন দেখি। তিনি সে স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।