রাজশাহীতে অপহরণের শিকার এক মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করেছে র্যাব। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মাদ্রাসা শিক্ষক মো. রিফাতুল ইসলামকে (২৫) উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২) ও নাহিদ মিয়াজ (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারিবাগের উদ্দেশে রওনা দেন রিফাতুল। এরপর নিখোঁজ হন। ৭ এপ্রিল তার পরিবারকে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রিফাতুলের বিকাশের মাধ্যমে দফায় দফায় টাকা পাঠান। সর্বমোট দেড় লাখ টাকার বেশি পরিশোধের পরও তাকে মুক্তি দেয়া হয়নি। অবশেষে পরিবারের সদস্যরা র্যাব-৪ এ অভিযোগ করলে গোয়েন্দা তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৪ ও র্যাব-৫- এর যৌথ অভিযানে রিফাতুলকে উদ্ধার করা হয়।
পুঠিয়া পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে টিসিবির পণ্য
রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া পৌরসভার পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক লক্ষ টাকার মতো টিসিবির পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বলে জানাযায়।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে পুঠিয়া থানার সামনে পৌর সদরের পুরাতন পৌরসভা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিমন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাউল ছিল। সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিলো। তেল পড়ে ইলেকট্রিক বোর্ডের আশেপাশে ভিজে ছিল। সেই বোর্ডটিও পুড়ে গেছে।