জয়পুরহাট জেলা সংবাদদাতা: জয়পুরহাট শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমানের পিতা ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন)।

জয়পুরহাট সদর উপজেলার হানাইল মাদরাসা পাড়ার অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক মাও: নূরুল হক (৭০) গত শুক্রবার ভোরে নিজ বাসভবনে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বিকেল ৩টায় হানাইল নো’মানিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও এস এম রাশেদুল আলম সবুজ, হানাইল মাদরাসার অধ্যক্ষ মাও: আব্দুল হাকিম, উপাধ্যক্ষ মাও: রেজাউল কাদির, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: শাহ আলম, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মুক্তার হোসেন, মরহুমের জামাই মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।