সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মির্জাকান্দা গ্রামে হিন্দু সম্প্রদায়ের একনাম অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী ও জামায়াত মনোনীত মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান ও শ্রীনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী।

এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক এই আয়োজনে অংশগ্রহণ করে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। এই ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়নীতি, ইনসাফ ও জনকল্যাণের রাজনীতির পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের আসন পরিচালক জনাব খিদির আব্দুস সালাম, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কবির হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ ওয়াসিম মিয়া এবং জামায়াতে ইসলামীসহ বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এবং তারা অতিথিদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।