নারায়নগঞ্জ সংবাদদাতা: জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার বিকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা সেখান মিছিল বের করে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বক্তব্যে এনসিপির যুগ্ম-সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক এড. আব্দুল্লাহ আল-আমিন বলেন, দুই হাজার ছাত্র-জনতার জীবন এবং ত্রিশ-পয়ত্রিশ হাজার আহতদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে ফ্যাসিস্টের বিচার হবে।