শেরপুর জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জামায়াত কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। সম্প্রতি শেরপুর সদর-১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদের পথসভায় বিএনপি সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল (শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের এমপি প্রার্থী), জেলা মিডিয়া ও প্রচার সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি (শেরপুর-২ নালিতাবাড়ী-নকলা আসনের এমপি প্রার্থী) সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল নয়। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।