বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবে সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, বগুড়া প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া, আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি আব্দুল সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মোস্তফা মোঘল, আব্দুস সালাম, আল মুমিন, রাজিকুল ইসলাম রাফু, মির্জা আহসান হাবিব দুলাল, সানাউল হক শুভ, আবু মুসা, আব্দুল মজিদ, মিনাজুল ইসলাম সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে পেস ইমাম মাওলানা বেলায়েত হোসেন।