পিরোজপুর সংবাদদাতা : গত ২০ নভেম্বর সকাল দশটায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে “ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ ও করণীয়” বিষয়ে পিরোজপুরের স্থানীয় গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। পিরোজপুর গণউন্নয়ন সমিতি ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। পিরোজপুর গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান এর পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করে।

প্রধান অতিথি বলেন, “টিএফজিবিভি সম্পর্কে সাংবাদিকদের আরও জানতে হবে এবং সমাজকে জানাতে হবে। ভুল তথ্য ও অপতথ্য কঠোর হাতে দমন করতে হবে। গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে।”

কর্মশালায় বক্তারা প্রযুক্তিনির্ভর সহিংসতার ধরন, এর প্রভাব, বিদ্যমান আইন, প্রতিরোধের উপায় এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা টিএফজিবিভি প্রতিরোধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন এবং নতুন অংশীজন-যেমন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, কেবল নেটওয়ার্ক প্রতিনিধি, বিকাশ-রকেট এজেন্টদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

কর্মশালায় জিয়াউল আহসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় সংঘটিত সহিংসতার বর্তমান চিত্র, সীমাবদ্ধতা এবং করণীয় তুলে ধরেন। অনুষ্ঠানে প্রযুক্তির সহায়তায় সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ১২ জন নির্ধারিত বক্তাসহ অংশগ্রহণকারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।