পঞ্চগড় সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় সদর উপজেলা শাখার উদ্যোগে টুনির হাট ঘটবর দাখিল মাদরাসা প্রাঙ্গনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা আমীর সফিউল আলমের সভাপতিত্বে ও সদর উপজেলা সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা আমীর জননেতা মাওঃ ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ দেলোয়ার হোসাইন, পঞ্চগড় শহর আমীর মাওঃ জয়নাল আবেদীন, জেলা কর্মী পরিষদ সদস্য শহীদ আল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমান প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে মাওঃ ইকবাল হোসাইন বলেন, ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে আমরা সুন্দরভাবে মত প্রকাশ করতে পারছি। আমরা চেয়েছিলাম ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। আর ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছেড়ে পাশর্^বর্তী দেশে পালিয়ে গেল। আল্লাহর কাছে এই নেয়ামতের শোকরিয়া আদায় করতে হবে। সঠিকভাবে শোকরিয়া আদায় করলে আর কোনদিন ফ্যাসিবাদ, জুলুমবাজ আমাদের ঘাড়ে চাপবে না। তিনি শোকরিয়া আদায় করতে কর্মীদেরকে কুরআন অধ্যয়নসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে বলেন। তিনি বলেন, আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি শীঘ্রই জামায়াতের নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাবো। কিন্তু আর কত অপেক্ষা করতে হবে? এ প্রশ্ন সবার মাঝে।
তিনি বলেন, আজকে আওয়ামী ফ্যাসিস্টরা নেই, তারপরেও চাঁদাবাজি বন্ধ হয়নি, জবরদখলও বন্ধ হয়নি। কারা করছে এ সব, তাদেরকে চিহ্নিত করতে হবে। আগামী নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই।