ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, পবিত্র মাহে রমযান থেকে যে তাকওয়ার শিক্ষা নিয়েছি সেটি আমাদের কর্ম ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। সৎ ও দক্ষ ইঞ্জিনিয়ার তৈরির লক্ষকে সামনে রেখেই এফডিইবি নামে ফোরাম প্রতিষ্টিত হয়েছিলো। বর্তমান সদস্য সংগ্রহ বৃদ্ধির যে পক্ষ চলছে এই পক্ষকে কাজে লাগিয়ে সকল ইঞ্জনিয়ারের কাছে এ ফোরামের দাওয়াত পৌঁছে দিতে হবে। যদি আমরা সৎ এবং দক্ষ ইঞ্জিনিয়ার তৈরী করতে পারি তাহলে একটি শোষন ও বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ।
নগরীর খালিশপুরস্থ আইডিইবি ভবনের অডিটোরিয়ামে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) খুলনা মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এফডিইবি খুলনা মহানগরী সভাপতি ইঞ্জি. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জি. তিতুমীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজেএমসি অব. ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জি. মোল্লা আলমগীর, পাওয়ার গ্রিড খুলনার নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. ঈমান আলী। অন্যান্যের মধ্যে মহানগরী সহ-সভাপতি ইঞ্জি. আনিসুল ইসলাম রবিন, যুগ্ম সম্পাদক ইঞ্জি. তাইমিয়া বিন মর্তুজা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক ইঞ্জি. মোনাজাত হোসেন, শিক্ষা গবেষণা ও আইটি সম্পাদক ইঞ্জি. ইব্রাহিম, প্রচার সম্পাদক ইঞ্জি. শাহিন আলম, কার্যকরী সদস্য ইঞ্জি. দেলোয়ার হোসেন, ইঞ্জি. গোলাম কিবরিয়া, ইঞ্জি. হোসেন আলী, ইঞ্জি. মানজারুল ইসলাম, ইঞ্জি. আলাউদ্দিন, ইঞ্জি. আল-আমীন আকাশ, ইঞ্জি. ইমরান হোসেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ইঞ্জি. আরিফুল ইসলাম।