কুষ্টিয়ায় জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকে›ন্দ্র এমনকি বেসরকারি ফার্মেসিতেও এই ভ্যাকসিন মিলছে না। কুষ্টিয়ার ৬টি উপজেলার সখানেই একই অবস্থা বিরাজ করছে। ফলে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীরা পড়েছেন চরম বিপাকে।

জানা গেছে, কুষ্টিয়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। জেলার বিভিন্ন স্থানে প্রতিদিনই কুকুরের কামড়ানোর ঘটনা ঘটছে। কুকুরে কামড়ানো রোগীরা প্রতিদিনই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসছে। কিন্তু জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কুকুরে কামড়ানো রোগীর ভ্যাকসিন। কয়েক বছর আগে হাসপাতাল থেকে বিনামূল্যে ওই ভ্যাকসিন সরবরাহ করা হলেও এখন আর তা সরবরাহ করা হয় না। মাঝে মধ্যে স্বল্প পরিমাণে আসলেও তা রোগীদের চাহিদা পূরণ হয় না। তাই কুকুরে কামড়ানো রোগী নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে রোগীর আত্মীয় স্বজন। মানুষ হাসপাতালের বাইরে থেকে চড়া দামে ভ্যাকসিন কিনে তা ব্যবহার করছে। কিন্তু ওই ভ্যাকসিনের প্রতি আস্থা রাখতে পারছেন না রোগীরা। তাই দারুন শংকা আর হতাশায় রয়েছে কুকুরে কামড়ানো রোগীরা।

দীর্ঘদিন ধরে ভ্যাকসিনের অভাবে প্রতিদিন অসংখ্য রোগী হাসপাতালে এসেও ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেককে বাধ্য হয়ে পাশের জেলাগুলো ঝিনাইদহ, রাজশাহী এমনকি ঢাকায় আত্মীয়স্বজনের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ করছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইতোপূর্বে হাসপাতালে বিনামূল্যে কুকুরের কামড়ানো ভায়েল বিনামূল্যে দেয়া হতো কিন্তু সরকার সরবরাহ বন্ধ করায় তা আর আসেনা। ভাওয়েলের অভাবে রোগীদের চিকিৎসকরা ঠিকমতো চিকিৎসা প্রদান করতে পারছে না। এরপর ভাওয়েল রাখার ফ্রিজ ও আসবাবপত্র না থাকায় চিকিৎসকরাও বিড়ম্বনায় পড়ছে বলে জানান।

এদিকে রোগীরা জানান, চিকিৎসকরা তাদেরকে বাইরে থেকে কুকুরে কামড়ানো ভাওয়েল কিনে আনতে বলছেন। যার মূল্য অনেক বেশি। একটি ভাওয়েল ৪ জন ব্যবহার করার নিয়ম থাকলেও একজন রোগী কিনে এনে তা একবারই ব্যবহার করতে পারছেন। অনেক সময় ৩/৪ জন মিলে একটি ভাওয়েল কিনে ব্যবহার করছেন। অনেক রোগী কম দামে ব্যবহার করার জন্য অন্য রোগীর অপেক্ষায় সময় পার করছেন। কয়েকজন একত্রিত হলে একটি ভাওয়েল কিনে তা ৪ জন করে ব্যবহার করছেন। এভাবেই ৪টি ডোজ নেয়ার জন্য তাদেরকে দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানায় রোগীরা।