পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর মরিচবুনিয়া ইসলামিয়া নেছারিয়া আলিম মাদরাসার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মাদরাসার দাতা সদস্য, অভিভাবক সদস্য ও ভুক্তভোগীরা। সম্প্রতি সদর উপজেলার হেতালিয়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, দাতা সদস্য মো. শাহাবুদ্দিন এবং ভুক্তভোগী প্রার্থী আব্দুল মন্নান মোল্লা। অভিভাবক সদস্য মো. নুরুজ্জামান বলেন, ‘মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি মো. জাকির হোসেন নিয়োগ বোর্ড স্থগিত করেছিলেন। এরপরও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যাকডেট দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন এবং সাক্ষরের তারিখ দেন। তবে ডিজির প্রতিনিধি এখনো স্বাক্ষর করেননি মর্মে আমাদের হাতে প্রমাণ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই মাদরাসার শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রকৃত যোগ্য প্রার্থীদের মূল্যায়ন না করে অযোগ্যদের সুপারিশ করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পক্ষপাতিত্ব করেছেন এবং এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। এ বিষয়ে মাদরাসার বাংলা বিভাগের শিক্ষিকা ফাতেমা ইয়াসমিনও জড়িত রয়েছেন।’