ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্যদিয়ে তিনি বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের শীর্ষ পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তারা হলেন, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহকে সিআইডির অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), একই পদে দায়িত্ব পালন করা গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) হিসেবে এবং সেখানে প্রিন্সিপালের পদে পদোন্নতির আদেশ প্রাপ্ত পুলিশ সদর দপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে এসপিবিএন এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
গত ১৩ মার্চ ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব থেকে হঠাৎ সরিয়ে দেওয়া ডিআইজি রেজাউল করিম মল্লিককে। এরপর থেকে তাকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করে রাখা হয়। রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত ছিলেন তিনি। পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে তাকে পদায়ন করে রাখা হয়েছিলো। স্বাভাবিক পদোন্নতিও তাকে দেয়া হয়নি সে সময়।