গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত তিনদিনব্যাপী ‘নির্বাচনী দায়িত্ব সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম মঙ্গলবার (৭ অক্টোবর) সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ সেশনে মূল আলোচ্য বিষয় ছিল পরিদর্শন ও তদারকি কার্যক্রমের আধুনিক পদ্ধতি। এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও মানবিক আচরণে অনন্য হতে হবে।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ), মোহাম্মদ জাহিদ হোসেন ভূঞা, বিপিএম (বার), এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা।

শেষ দিনে অংশগ্রহণকারীরা নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠপর্যায়ে করণীয়, ঝুঁকি ব্যবস্থাপনা, এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জন করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।