দৈনিক সংগ্রামের রংপুর বিভাগীয় সংবাদদাতা সম্মেলন গতকাল সোমবার রংপুর নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক সংগ্রামের জেনারেল ম্যানেজার মুহাম্মদ আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার সাকুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক এবং বিজ্ঞাপন ম্যানেজার আসহাবুল আফতাব।
দৈনিক সংগ্রামের রংপুর বিভাগীয় সংবাদদাতা সম্মেলনে এসময় গাইবান্ধা জেলা সংবাদদাতা মুহাম্মদ জোবায়ের আলী, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা মোহাম্মদ মোস্তাফিজার রহমান, লালমনিরহাট জেলা সংবাদদাতা মোহাম্মদ লাভলু শেখ, নীলফামারী জেলা সংবাদদাতা মুহাম্মদ কামরুজ্জামান, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা মোহাম্মদ রাফিকুল ইসলাম রাফিক সরকার, দিনাজপুর জেলা সংবাদদাতা মোহাম্মদ কামরুজ্জামান এবং রংপুর অফিস প্রধান ও জেলা সংবাদদাতা মোহাম্মদ নুরুজ্জামান নিজ নিজ এলাকার সমস্যা সম্ভাবনা ও করনীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।
সম্মেলনে সভাপতির বক্তব্যে জেনারেল ম্যানেজার মুহাম্মদ আবুল হোসেন চৌধুরীর দেশের পরিবর্তিত পরিস্থিতির আলোকে আপামর মানুষের আশা আকাংখা পূরণে জীবনধর্মী সংবাদ পরিবেশনের পরার্মশ দিয়ে দৈনিক সংগ্রামের সংবাদদাতাগনকে সংবাদের মান উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সাথে দৈনিক সংগ্রামের প্রচার সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞাপনের খাতে আয় বৃদ্ধিতে বেশী করে নজরদারী রাখার পরার্মশ দেন। এছাড়া পত্রিকার সাকুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক এবং বিজ্ঞাপন ম্যানেজার আসহাবুল আফতাব এসময় গঠন মুলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এর আগে রোববার রাতে স্থানীয় একটি রেষ্টুরেন্টে দৈনিক সংগ্রামের রংপুরের এজেন্টগনের সাথে এক মতবিনিময় এবং নৈশ ভোজে মিলিত হন কর্মকর্তাবৃন্দ।