গতকাল ২০ আগস্ট বুধবার দৈনিক সমকাল পত্রিকার ৪র্থ পৃৃষ্ঠায় ‘সিলেটে সাদাপাথর চুরির সাথে জড়িত ৪২ জন’ দুদকের অনুসন্ধান- শীর্ষক সংবাদে জামায়াতকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
গতকাল এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী সমকালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেট জামায়াতের বিবৃতি প্রকাশের আহ্বান জানান।
নের্তৃবৃন্দ বলেন, দুদকের বরাত দিয়ে সমকালে প্রকাশিত ঐ সংবাদে সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে। এর সাথে জামায়াত নেতৃবৃন্দ দূরে থাক সাধারণ কোন কর্মী-সমর্থকের ন্যূনতম কোন সম্পর্ক নেই। সরকারী ব্যবস্থাপনায় ও বৈধ পন্থায় পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেটের পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতারাও বক্তব্য রাখেন। দুঃখজনক হলেও সত্য যে, ঐ মানববন্ধনে বক্তব্য রাখা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ ও অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ঐ বক্তব্যের সাথে পাথর লুটের দুরতম কোন সম্পর্ক নেই। ইতোমধ্যে এই বক্তব্যকে কেন্দ্র করে অপপ্রচারের প্রতিবাদে সিলেট জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ঐ বিবৃতিতে লুটপাটে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেট তথা দেশবাসীর প্রতি আহ্বান জানা তারা।
সিলেট জামায়াত নেতৃবৃন্দ বলেন, দুদকের বরাতে প্রকাশিত সংবাদে দুই জামায়াত নেতাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জড়ানো হয়েছে। দৃদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম আছে এর কোন সত্যতা কোন গণমাধ্যম পায়নি, কেবল সমকাল পত্রিকাই পেয়েছে। এর আগে গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ১০৩ জন পাথর লুটকারী চিহ্নিতের সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদে কোথায়ও জামায়াতের কোন নেতাকর্মীর নাম পাওয়া যায়নি। শুধু সমকাল পত্রিকার রিপোর্টে জামায়াত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত। যা পাথর চুরিতে জড়িত প্রকৃত আসামীদের আড়ালের অপচেষ্টা বলে আমরা মনে করি। এই ধরণের কাল্পনিক ভুয়া সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। বিবৃতিটি যথাযথ গুরুত্ব সহকারে প্রকাশের আহ্বান জানান তারা। একই সাথে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িত প্রকৃত আসামীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা।