মাগুরা সংবাদদাতা : মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষের সমাপনী ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে অসহায় হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সম্প্রতি কেশব মোড়ে সন্তোষ দত্ত বিল্ডিং এর ৩য় তলায় এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা মাগুরা। অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি কাজী লাবনী জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত, সংগঠনের সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, সহ-সভাপতি কুলসুম খাতুন, লিগ্যাল এইড সম্পাদক খালেদা হাসিম, গবেষণা সম্পাদক শ্রাবন্তী গোস্বামী, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা সরকার, আন্দোলন সম্পাদক ফয়জীয়া আক্তার হীরা, সাধারণ সদস্য ডলি রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নারী নির্যাতন, শিশু ও নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, সামাজিক কুসংস্কার বিষয় নানা সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে মাগুরা পৌরসভার অসহায় হতদরিদ্র অসুবিধা বঞ্চিত ৬০ নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
মাগুরায় অসহায় হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ
মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষের সমাপনী ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে অসহায় হতদরিদ্র নারীদের
Printed Edition