পীরগাছা (রংপুর) সংবাদদাতা : রংপুরের পীরগাছায় দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিষ্ফোরক মামলায় আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া। থানা সুত্রে জানা গেছে, আওয়ামীলীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর গ্রামের নিজ বাড়ি থেকে মো: মতিয়ার রহমান (৬৫) এবং বৃহস্পতিবার দুপুরে পীরগাছা মহিলা কলেজ চত্ত্বর থেকে ওই কলেজের সহকারি অধ্যাপক মো: মিজানুর রহমান (৬০) কে গ্রেফতার করে পীরগাছা থানা পুলিশ। গ্রেফতার মতিয়ার রহমান স্থানীয় ছাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কল্যাণী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মেম্বার (৪০) কে গ্রেফতার করে মাহিগঞ্জ মেট্্েরাপলিটন পুলিশ। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, বিষ্ফোরক মামলায় তদন্তে দুজনেই সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
পীরগাছায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রংপুরের পীরগাছায় দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিষ্ফোরক মামলায় আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।