বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী ও চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে থানা পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার উত্তর জলদী ৩ নম্বর ওয়ার্ডের বাহার উল্লাহ পাড়ার গনু মিয়ার ছেলে। তিনি বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এবং উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য। এছাড়া তিনি বিতর্কিত ‘রাসেল স্মৃতি সংসদ’-এরও সভাপতির দায়িত্বে ছিলেন।