শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের আশ্বাসে পলিটেকনিক শিক্ষার্থীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে একই সঙ্গে দাবি পূরণে গড়িমসি করা হলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন বেগবান করা হবে বলে জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) অর্ন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এক বিজ্ঞপ্তিতে পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন বলে জানান। তবে সেসময় শিক্ষার্থীরা বিষয়টি নাকচ করে দেন। তারা জানান, আন্দোলন স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, শিক্ষার্থীদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যাবেন বলে কথা দিয়েছেন। তাছাড়া ৮ সদস্যের কমিটি গঠনের কথাও জানিয়েছিল মন্ত্রণালয়।