মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করে (১২ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যার পর মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। কর্মী সমাবেশে মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর ১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এম পি প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হাসান ফারুকী। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন মাধবদী শহর আমীর মোঃ আমিনুল হক এবং মাধবদী শহর সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

কর্মী সমাবেশে নেতৃবৃন্দ কর্মীদের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধে আরও দৃঢ় হয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়, সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান। তারা বলেন, সংগঠনের প্রকৃত শক্তি সংখ্যা নয়, চরিত্র, নীতি ও মানবসেবায় নিহিত। প্রতিটি কর্মী যেন ব্যক্তিজীবন থেকে সমাজ পর্যন্ত ইসলামী মূল্যবোধে আলোকিত আচরণ প্রদর্শন করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান।