বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, হুমকি-ধমকি দিয়ে জমি-ঘর দখল করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা দখল করা যায় না। যত হুমকি আসবে, তত আমাদের শক্তি বাড়বে-বিজয় আরও নিশ্চিত হবে।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কালাইয়া ইউনিয়নে গণসংযোগ, কর্মী সমাবেশ, পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, শেখ হাসিনা হুমকি দিয়েছিল, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখনো যারা হুমকি দিয়ে রাজনীতি করতে চায়, তাদের একই পরিণতি ভোগ করতে হবে। আমরা এসেছি মানুষের হৃদয় জয় করতে, ভালোবাসা অর্জন করতে।
তিনি আরও বলেন, যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছে, তাদের জানিয়ে দিই- আমাদের মা-বোনেরা জুতা হাতে কেন্দ্র পাহারা দেবে। ইসলামের শাসনেই মানুষ নিরাপদ, অতীতে হিন্দু সম্প্রদায় জামায়াতকে নিরাপদ ভেবে ভোট দিয়েছে। ইসলামই প্রকৃত নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে।
দেশ পরিচালনায় জামায়াতের দক্ষতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের মন্ত্রীরা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, কিন্তু দুই টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারেনি কেউ। যেমনভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ইসলামী ছাত্রশিবিরের কাছে নিরাপদ মনে হয়, তেমনি দেশটিও জামায়াতের হাতে সবচেয়ে নিরাপদ থাকবে।
দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি কালাইয়া লঞ্চঘাটের সনাতনী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। এরপর আয়নাবাজ, কর্পূরকাঠী সিকদারবাজার, দক্ষিণ কর্পূরকাঠীর তেরঘর, সৌলা মোল্লাবাড়ি, কসবা রাবেয়া বসরী দাখিল মাদাাসা, শৌলা হাওলাদারবাড়িসহ প্রায় ১৫টি স্থানে উঠান বৈঠক, পথসভা ও মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন- কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. মোশারফ হোসেন, সেক্রেটারি হাসনাইন আহমেদ, বিশিষ্ট ব্যাংকার রেজাউল করিম, স্থানীয় নেতা-কর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।