বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে বেঁড়িবাঁধ সংস্কার ও ফেরিঘাট চালু করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। উপকূলীয় এই জনপদের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এসব অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি।

গতকাল শনিবার কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ড. হামিদ আযাদ বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেঁড়িবাঁধ জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কার্যকর ফেরিঘাট ব্যবস্থা না থাকায় মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

ড. হামিদ আযাদ আরও বলেন, বেঁড়িবাঁধ সংস্কার মানে শুধু উপকূল রক্ষা নয়, এটি মানুষের জীবন, সম্পদ ও জীবিকার সুরক্ষা। আর ফেরিঘাট চালু হলে যোগাযোগ সহজ হবে, অর্থনীতি চাঙ্গা হবে এবং এই অঞ্চলের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।

তিনি জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যে আধুনিক ও দীর্ঘস্থায়ী বেঁড়িবাঁধ নির্মাণ, নিরাপদ ফেরিঘাট চালু এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

এসময় তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার এবং তাদের মদদপুষ্ট আধিপত্যবাদী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, গোটা দেশবাসী নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। রাজনৈতিক দলসহ সকল স্টেকহোল্ডার নির্বাচনের জন্য তৎপর। এই অবস্থায় যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হয় তাহলে দেশ এবং দেশের মানুষ তা প্রতিহত করবে। তিনি আরও বলেন, নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের জন্য যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে এটা আগামী দিনের বাংলাদেশ গড়া, দেশ এবং জনগণ এতোদিন জুলুম নির্যাতন হয়েছিলো, গণতন্ত্র ব্যাহত হয়েছিলো, স্বৈরতন্ত্র এবং কর্তৃত্ববাদ কায়েম হয়েছিলো, এটা পুনরায় ফিরে আসবে। এজন্য সরকার জনগণ এবং নির্বাচন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

উক্ত মতবিনিময় সভায় বড়ঘোপ ইউনিয়ন সেক্রেটারি শামসুল আলম এর সঞ্চালনায় এবং আহমদ নূর এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।