বরিশাল অফিস : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেল বরিশাল মহানগরীর উদ্যোগে ঈদসামগ্রী উপহার প্রদান করা হয়েছে। সম্প্রতি নগরীর আসমত আলী খান ইনস্টিটিউট (একে স্কুল) অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।

শ্রমিক কল্যাণ ফেডারেল বরিশাল মহানগরীর সভাপতি মাস্টার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর ও এ কে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান মামুন ভুইয়া।

শ্রমিক কল্যাণ ফেডারেল বরিশাল মহানগরীর সেক্রেটারি জাফর ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, একে স্কুল এর প্রধান শিক্ষক জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল মহানগরীর সাবেক সভাপতি, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। শ্রমিক কল্যাণ মহানগরী সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে হাফেজ সানাউল্লাহ সাজিদ, মাহমুদুল হাসান কামাল, মহানগরী কার্যনির্বাহী কমিটির সদস্য যথাক্রমে সফিকুল আলম সালাম, মাহদী হোসেন, নুরুল ইসলাম নওশাদসহ থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।