বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একাধিক হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল (৪৯) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। ঢাকার ডেমরা থানা এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে গাজীপুর মহানগর গাছা থানায় হস্তান্তর করা হয়।
জুয়েল মণ্ডল গাজীপুর সিটির ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর গাছা থানা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।